TMC: তৃণমূলে সব্যসাচী-তাপস দ্বৈরথ তুঙ্গে | ABP Ananda Live
TMC: তৃণমূলে (TMC) সব্যসাচী(Sabyasachi dutta )-তাপস (tapas chatterjee) দ্বৈরথ তুঙ্গে। এবার বিধাননগর পুরসভার (Biddhan Nagar) চেয়ারম্যান সব্যসাচী দত্তকে পাল্টা আক্রমণ তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের। কোনও কাজ নেই এখন, তাই ফুটেজ নেওয়ার চেষ্টা করছেন। যে বাড়িতে থাকেন তার উপরটা কী ভাবে দখল হল? প্রশ্ন তাপসের। বেসরকারি হাসপাতালের (Private Hospital) সামনের জমি নিয়েও তুললেন প্রশ্ন। ভিডিওয় টাকা চাইতে দেখা গেছে, তাঁদের সম্পর্কে কী কথা বলব?। কোনও কাজ করেননি, একটা অ্যাম্বুল্যান্সেও সব্যসাচী দত্তর নাম দেখবেন না। তীব্র আক্রমণে রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। গত সপ্তাহেই তাপসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন সব্যসাচী।