Sovandeb Chatterjee: এবার ডাক্তারদের আন্দোলনকে বেলাগাম আক্রমণ মন্ত্রী শোভনদেবের | ABP Ananda Live
ABP Ananda Live: এবার চিকিৎসকদের আন্দোলনকে বেলাগাম আক্রমণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। হাসপাতালের চিকিৎসকরাই দালালচক্র চালান বলে অভিযোগ করলেন তিনি। আন্দোলনের নামে চিকিৎসকরা কী করছেন, প্রশ্ন তুললেন তিনি। পাশাপাশি, চিকিৎসকদের কাছে এত টাকা আসছে কোথা থেকে, প্রশ্ন তোলেন। শোভনদেবকে পাল্টা জবাব দিয়েছেন চিকিৎসকরাও। (Sovandeb Chattopadhyay)
দেগঙ্গার একটি অনুষ্ঠান থেকে চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শোভনদেব। তাঁকে বলতে শোনা যায়, "কোথা থেকে আসছে এই টাকা? এত টাকা আসছে কোথা থেকে? ডাক্তারবাবুরা এত টাকা পাচ্ছেন কোথা থেকে? বলছেন, আন্দোলন হচ্ছে আন্দোলন। আন্দোলনের নামে আপনারা কী করছেন? পিছন থেকে সিপিএম দখল নিয়েছে। কিসের আন্দোলন?" (RG Kar Protests)
চিকিৎসকদের দিকে আঙুল তুলে শোভনদেব বলেন, "একটা হাসপাতালে গেলে চারিদিকে দালাল ঘুরে বেড়াচ্ছে। লাইনে গেলে সিট পাবেন না। বড় বড় ডাক্তারদের দালাল ঘুরে বেড়াচ্ছে। দালাল বাইরে দাঁড়িয়ে বলবে, ৫০০০০ টাকা দিলে কেবিনে ভর্তি হয়ে যাবে। একদম পিজি হাসপাতালের পাশে বাড়ি আমার। ১০০-১৫০ দালাল ঘুরছে। ডাক্তারের কাছে নিয়ে যাবে, টাকা নেবে। হাফ হাফ করবে। ডাক্তারকে বেশি দেবে, নিজেরা কম নেবে। এই তো ডাক্তারদের চরিত্র হয়ে গিয়েছে!"