KUnal Ghosh: 'আসানসোলে তৃণমূল বিপুল ভোটে জিতবে', মন্তব্য কুনাল ঘোষের। ABP Ananda Live
Continues below advertisement
Lok Sabha Election: আসানসোলে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন বিজেপি (BJP) প্রার্থী পবন সিংহ। গতকাল প্রার্থী ঘোষণা, আজই সরে দাঁড়ালেন ভোজপুরী শিল্পী পবন। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থীপদ থেকে সরলেন পবন। পবনকে প্রার্থী করার পর থেকেই বাংলা বিদ্বেষী বলে লাগাতার আক্রমণ তৃণমূলের (TMC)। পবন সিংহর মিউজিক অ্যালবামের কভারপেজ পোস্ট করে লাগাতার আক্রমণ।পবনের বিরুদ্ধে বাঙলার মহিলাদের অসম্মানের অভিযোগ তৃণমূলের। 'আসানসোলে তৃণমূল বিপুল ভোটে জিতবে', মন্তব্য কুনাল ঘোষের (Kunal Ghosh)। ABP Ananda Live
Continues below advertisement
Tags :
Kunal Ghosh Attacks BJP Indian General Election 2024 Kunal Ghosh Comments On Lok Sabha Election 2024