Kunal On SLST Agitation:'২২ তারিখ আরও কিছু তথ্য নিয়ে আলোচনার কথা রয়েছে', বৈঠকের পর বললেন কুণাল।ABP Ananda LIVE
'আন্দোলনকারীরা তাঁদের কথা মন খুলে বলেছেন, সরকারের তরফে যাঁরা ছিলেন তাঁদের সঙ্গে প্রত্যেকটি পয়েন্ট নিয়ে মন খুলে আলোচনা হয়েছে। আগামী ২২ তারিখ আরও কিছু তথ্য নিয়ে আলোচনার কথা রয়েছে', বললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
Tags :
TMC Spokesperson Kunal Ghosh DISTRICT Education Minister Bratya Basu Kunal On SLST Agitators Meeting