Matua Vote: লক্ষ্য় মতুয়া ভোট, জলপাইগুড়িতে প্রচারে নামল তৃণমূল। ABP Ananda Live
West bengal News: লোকসভা ভোটের (Loksabha) আগে শাসক-বিরোধী সব দলেরই নজর মতুয়া ভোটব্যাঙ্কে ( Motua Vote Bank)। জাগো মতুয়া নাম দিয়ে জলপাইগুড়িতে (Jalpaiguri) প্রচারে নামল তৃণমূল কংগ্রেস (TMC)। শিলিগুড়িতেও (Siliguri) মিছিল করল তারা। মূলত নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছে শাসকদল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি (BJP)। ABP Ananda Live