Mamata Banerjee: জ্বর, কাশি নিয়ে মঞ্চে উঠলেন, সভা শেষ করে মমতা বললেন...
"আমি বেশি কথা বলব না। কারণ, আমার একটু কাশিটা বেড়েছে। ৪৮ ঘণ্টা ওখানে থাকার ফলে বিষাক্ত কালার আমায় গলায় ঢুকেছে। ফলে, আমার কাশিটা বেশি হচ্ছে। আমার এতটাই ঠান্ডা লাগছে যে আমার ১০১ জ্বর আছে।" জানান মমতা বন্দ্যোপাধ্যায়।