Mamata on Sk. Shahjahan: 'ওকে টার্গেট করে ঢুকল ED', বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে কার্যত ক্লিনচিট মুখ্য়মন্ত্রীর
বিধানসভায় দাঁড়িয়ে কার্যত শেখ শাহজাহানকে ক্লিনচিট দিলেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, আগে টার্গেট শেখ শাহজাহান। ওকে টার্গেট করে ED ঢুকল। তারপরই সবাইকে বার করে দিয়ে, ওখানে আদিবাসী ও সংখ্য়ালঘুদের মধ্য়ে ঝগড়া লাগিয়ে দিল। যা নিয়ে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা।