Mamata Banerjee: 'আমি বলি, ঝটকা দেঙ্গে', বিজেপিকে 'ঝটকা' হুঁশিয়ারি মমতার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: প্রধানমন্ত্রী এসে বলছেন, 'নির্বাচনের পর বেছে বেছে জেলে পুরব'। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, 'সবকো লটকা দেঙ্গে'। আমি বলি, ঝটকা দেঙ্গে। এসব নিজেদের নিয়ম, নিজেদের কাছে রাখুন। গুজরাত, উত্তরপ্রদেশ, রাজস্থানে চললেও, বাংলায় এসব চলবে না: মমতা।