CBI: পুকুরপাড়ের ঝোপে কী করছিলেন তাপস?
' আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে চিঠি লিখেছি। এমন মজার ব্যাপার, ওই অফিসে অভিষেকের প্রতিনিধি ডোনা, টিনার সঙ্গে তার হৃদ্যতা। মধুর সম্পর্ক। সে আবার নদিয়া জেলার অবজারভার। আমি যদি একটা চিঠি দিই, তার হাতে পড়বে। সেই চিঠিটা অভিষেকের কাছে যাবে না। যায় না। ' বিস্ফোরক অভিযোগ তাপসের।
গত বছর, তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসে। সরকারি চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছেন তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক প্রবীর কয়াল। তদন্তে নেমে প্রবীর কয়াল-সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ (Police)। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে জিজ্ঞাসাবাদ করে রাজ্য পুলিশের Anti Corruption Branch বা দুর্নীতি দমন শাখা। মঙ্গলবার, হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার গেছে CBI-এর হাতে।
এই পরিস্থিতিতে তাপস সাহা বলছেন, ' সিবিআই (CBI) আসলে আসুক। আমার সাথে এখনও যোগাযোগ করেনি। আমি তৈরি আছি। নোটিশ দিলে নিজাম প্যালেসে যাব। আমি জানাবো। আমি যা জানি বলব। ভুল করে থাকলেও বলবো। ঠিক করে থাকলেও বলবো। '
জীবনকৃষ্ণর পুকুরকাণ্ডের পর তাপস সাহারও পুকুর-যোগ?
পুকুরপাড়েই কি নথি পুড়িয়েছেন তৃণমূল বিধায়ক তাপস?
তেহট্টের তৃণমূল বিধায়কের বাড়ির পিছনের পুকুরপাড়ে পোড়া চিহ্ন!
পুকুরপাড় থেকে উদ্ধার তাপস সাহার নামে নথি
সিবিআই পৌঁছনোর ঘণ্টাখানেক আগে পুকুরপাড়ে ছিলেন তাপস, দাবি স্থানীয়দের
তেহট্টের তৃণমূল বিধায়কের ছবি ভাইরাল
সিবিআই যাওয়ার আগে পুকুরপাড়ে কী করছিলেন তাপস? উঠছে প্রশ্ন