TMC: উদয়নের পদত্যাগের দাবি ভাগ্নির
দিনহাটার কলেজে, পার্টি ছেলেদের চাকরি দিয়েছেন উদয়ন গুহ (Udayan Guha)। স্কুলে নিয়োগ দুর্নীতি ইস্যুতে যখন, বাম আমলকে কাঠগড়ায় তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী, তখন পাল্টা অভিযোগ তুললেন তাঁরই ভাগ্নি। যদিও মন্ত্রীর কোটায় দলের কর্মীদের চাকরি দেওয়ার কথা আগেই স্বীকার করেছিলেন উদয়ন।
হয়ত উনিও চাকরি কেলেঙ্কারিতে জড়িত, তাই নিজের দোষ ঢাকতে বাবাকে টেনে আনছেন। উদয়ন গুহর বিরুদ্ধে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর ভাগ্নি উজ্জয়িনী রায়। দাদু কমল গুহ অযোগ্যদের চাকরি দিয়েছেন, তা পরিবারের কেউ বিশ্বাস করেন না। বললেন বিজেপি নেত্রী। মামার পদত্যাগেরও দাবি করেছেন তিনি।