Sougata Roy: শহুরে ভোটে ভাটা, এবার ক্ষোভের সুর দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায় | ABP Ananda LIVE

শহুরে ভোটে ভাটা, ফের ক্ষোভের সুর তৃণমূল নেতৃত্বের গলায়। উদয়ন গুহর পর এবার সরব দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। 'গ্রামে ঢেলে ভোট পেয়েছে তৃণমূল, মুখ ফিরিয়েছে শহরের একাংশ। ঝুপড়িবাসী যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, তাঁরাই আমাদের রক্ষাকর্ত্রী। অনেক জায়গায় বহুতলের বাসিন্দারা আমাদের ভোট দেননি। বরানগরের কয়েকটি ওয়ার্ডে তৃণমূল হারল কেন? কাউন্সিলররা লিখিত ভাবে পার্টিকে জানান হারের কারণ।' কয়েকটি ওয়ার্ডে হার নিয়ে কাউন্সিলরদের জবাব চাইলেন তৃণমূল সাংসদ। 

তাপস রায়কে আক্রমণ সৌগত রায়ের। 'রাজনীতিতে বড় ভুল করলে কী হয়, তার দৃষ্টান্ত তাপস। হঠাৎ তৃণমূল ছাড়ল কেন? অনেক লোকের বাড়িতেই তল্লাশি হয়েছে। তাপস নিজেকে পার্টির ঊর্ধ্বে ভাবছিলেন। বরানগরে তাপস ছিলেন ধমক দেওয়ার বিধায়ক। সায়ন্তিকা হচ্ছে ভালবাসার বিধায়ক। তাপস সবসময় মিটিং ডেকে ধমক দিত', দাবি সৌগত রায়ের। 'মুচিপাড়ার এক মস্তানকে এনে বরানগরে প্রার্থী করেছিল', নাম না করে সজলকে কটাক্ষ তৃণমূল সাংসদের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola