TMC vs TMC Clash: ব্লক অফিস দখল নিয়ে বীরভূমে তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষ, ইটবৃষ্টি

ABP Ananda LIVE: ছাব্বিশের আগে বীরভূমে ফের প্রকাশ্যে শাসক কোন্দল । ব্লক অফিস দখল নিয়ে তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষ । তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষ, ইটবৃষ্টি । কাজল-ঘনিষ্ঠ ব্লক সভাপতির সঙ্গে অনুব্রত-ঘনিষ্ঠ কার্যকরী ব্লক সভাপতির অনুগামীদের বিবাদ

 

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, ভারতের প্রত্যাঘাত। কাশ্মীরে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের তালিকা প্রকাশ। জঙ্গি তালিকা প্রকাশ করল জম্মু ও কাশ্মীর পুলিশ। কাশ্মীরের বিভিন্ন এলাকায় সক্রিয় ১৪ জন জঙ্গি। সোপোরে সক্রিয় এক লস্কর জঙ্গি। অবন্তীপুরায় সক্রিয় জৈশ ই মহম্মদের এক জঙ্গি। পুলওয়ামায় লস্কর ও জৈশের ২ জঙ্গি সক্রিয়। সোপিয়ানে এক হিজবুল ও চার লস্কর জঙ্গি সক্রিয় তালিকায় প্রকাশ জম্মু ও কাশ্মীর পুলিশের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola