TMC: মেট্রোর পিলারকেও এবার নীল-সাদা করতে চায় কলকাতা পুরসভা
মেট্রোর পিলারকেও এবার নীল-সাদা করতে চায় কলকাতা পুরসভা।
মেট্রো রেলের পিলারকে নীল-সাদা করার আবেদন জানিয়ে মেয়রের (TMC) চিঠি।
মেট্রোর পিলারের রং নিয়ে রেল বিকাশ নিগমকে চিঠি কলকাতার মেয়রের (KMC)।
'মেট্রোর পিলারের রং রাজ্যের থিম কালারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়,
রাজ্যের সৌন্দর্যায়নে সামিল হতে রেল বিকাশ নিগমের কাছে আবেদন পুরসভার।