Dhupguri Election: তৃণমূলের 'রায়েই' মানুষের রায়, বিজেপির হাতছাড়া ধূপগুড়ি। ABP Ananda Live
তৃণমূলের 'রায়েই' মানুষের রায়, বিজেপির হাতছাড়া ধূপগুড়ি। পঞ্চায়েত ভোটের পর ফের ধাক্কা বিজেপির, তৃণমূলেরই ধূপগুড়ি। বিজেপিকে হারিয়ে ধূপগুড়ি দখল নিল তৃণমূল কংগ্রেস। ৪৬ শতাংশ ভোট পেয়ে ধূপগুড়ি ছিনিয়ে নিল শাসকদল। বিজেপির প্রাপ্ত ভোট তৃণমূলের থেকে ২ শতাংশ কম, ৪৪% ভোট। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী পেলেন ৭ শতাংশেরও কম ভোট। ৪ হাজার ৩০৯ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। ৯৬ হাজার ৯৬১ ভোট পেলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। ৯২ হাজার ৬৪৮ ভোট পেলেন বিজেপি প্রার্থী তাপসী রায়। ১৩ হাজার ৬৬৬ ভোট পেলেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের জামানতও জব্দ! হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপির থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল। কার্যত কোনও ছাপই ফেলতে পারল না বাম-কংগ্রেস জোট। অভিষেকের মহকুমা-ঘোষণাই ফ্যাক্টর, মানলেন খোদ বিজেপি প্রার্থী।