Sonarpur News: সোনারপুরে অস্ত্র-সহ গ্রেফতার 'তৃণমূল ঘনিষ্ঠ' ! ABP Ananda LIVE

ABP Ananda LIVE: সোনারপুরে অস্ত্র-সহ গ্রেফতার দুষকৃতী। গত সপ্তাহে সোনারপুরে সরকারি কর্মসূচিতে বিক্ষোভেও ছিলেন অভিযুক্ত। ধৃত তৃণমূল কর্মী। অভিযোগ বাম-বিজেপির। অস্বীকার শাসকের। 

আরও খবর...

ABP Ananda LIVE: ফের বাংলাদেশি নাগরিকের ভারতীয় আধার কার্ড, পানিট্যাঙ্কিতে গ্রেফতার । পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে নেপালে ঢোকার চেষ্টা ধৃতের । আধার কার্ড দেখিয়ে সীমান্ত পারের চেষ্টা, তল্লাশিতে উদ্ধার বাংলাদেশি নথি । বাংলাদেশি পরিচয়পত্রে নাম মহম্মদ মানিক, আধার কার্ডে নাম রাতুল খান । বাংলাদেশি নাগরিক বলে জেরায় স্বীকার ধৃতের, দাবি পুলিশ ও SSB-র । ধৃত ব্যক্তি বাংলাদেশের লালমনিরহাটের বাসিন্দা, দাবি SSB সূত্রে । পরে ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় SSB

যোগী রাজ্যে ফের এনকাউন্টার পুলিশের । গ্রেটার নয়ডায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা, পুলিশের এনকাউন্টারে জখম স্বামী । ২ দিন আগে স্ত্রীকে পেট্রোল ঢেলে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে ।  অভিযুক্তের খোঁজে তল্লাশির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ' । 'পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাইয়ের চেষ্টা অভিযুক্তের'। পাল্টা গুলিতে আহত অভিযুক্তের, দাবি উত্তরপ্রদেশ পুলিশের

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola