Abhishek Banerjee: অভিষেক এলাকা ছাড়তেই নিজেদের মধ্যে বচসায় জড়ালেন রায়নার তৃণমূল নেতা-কর্মীরা
Continues below advertisement
তৃণমূলের নবজোয়ারে পূর্ব বর্ধমানের রায়নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ। শুনলেন এলাকাবাসীর অভাব-অভিযোগ। কেউ অভিযোগ করলেন রাস্তা নিয়ে, কেউ পানীয় জলের দাবিতে সরব হলেন। কেউ বললেন মেলেনি বার্ধক্যভাতার টাকা। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকা ছাড়তেই নিজেদের মধ্যে বচসায় জড়ালেন রায়নার তৃণমূল নেতা-কর্মীরা। কেন বড় নৈনান গ্রামে দাঁড় করানো হলে অভিষেককে? এই নিয়ে বচসা বেধে যায় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে। একে অন্যের দিকে তেড়েও যান।
Continues below advertisement