Rabindrabharati University: জোড়াসাঁকো ক্যাম্পাসের বাইরে জমায়েত-বিক্ষোভ, মোতায়েন প্রচুর পুলিশ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: জোড়াসাঁকো ক্যাম্পাসের বাইরে জমায়েত-বিক্ষোভ । হাইকোর্টের নির্দেশমত বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রচুর পুলিশ । পুলিশি প্রহড়ায় বিশ্ববিদ্যালয়ে ঢুকলেন উপাচার্য । বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ-জমায়েত তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির । জোড়াসাঁকো ক্যাম্পাসে যেন বিনা বাধায় ঢুকতে পারেন উপাচার্য । রবীন্দ্রভারতীতে TMCP-র বিক্ষোভ ও ঘরে তালা লাগানোর ঘটনায় নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট । গিরিশ পার্ক থানার পুলিশকে কড়া নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু । নির্দেশ কার্যকর করে আজকের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দেওয়ার নির্দেশ । উচ্চ শিক্ষা দফতরের প্রশ্রয়েই ঘটছে এই ঘটনা, অভিযোগ উপাচার্যর । গতকাল উপাচার্যর ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ টিএমসিপির । রাজ্য়পাল নিযুক্ত অস্থায়ী উপাচার্যকে অপসারণের দাবিতে বিক্ষোভ
আরও খবর...
মুর্শিদাবাদের বহরমপুরে বোমা ফেটে জখম এক শিশু। পুলিশ সূত্রে খবর, খেলতে গিয়ে লোহার বল ভেবে দুটি সকেট বোমা বাড়িতে নিয়ে আসে শিশু। আজ সকালে সেগুলি নাড়াচাড়া করার সময় বিস্ফোরণ হয়
আমডাঙায় ফাঁকা জমি থেকে অজ্ঞাতপরিচয় মহিলার অর্ধদগ্ধ বিবস্ত্র দেহ উদ্ধার । এই ঘটনাকে কেন্দ্র করে হরিশপুর খাসপাড়া গ্রামে চাঞ্চল্য। 'মহিলাকে অন্যত্র খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহ এখানে এনে পুড়িয়ে দেওয়া হয়েছে' দেহ উদ্ধারের পর প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনাস্থলে আনা হয়েছে স্নিফার ডগ