Rajanya Haldar: টিএমসিপি-র ছাত্রনেতাদের বিরুদ্ধে এবার বিস্ফোরক একদা TMCP নেত্রী রাজন্যা

ABP Ananda LIVE :  কসবাকাণ্ডের পর টিএমসিপি-র ছাত্রনেতাদের বিরুদ্ধে এবার বিস্ফোরক একদা টিএমসিপি নেত্রী রাজন্যা। 'AI দিয়ে বানানো আমার অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে'। 'অশ্লীল ছবি ছড়ানো নিয়ে দলকে জানিয়েছি, দল বললে প্রশাসনকে জানাবো'। 'টিএমসিপি-র ছাত্রনেতারাই পাঠাচ্ছে একে অপরকে', অভিযোগ সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্যা হালদারের। 'মনোজিৎ একজন নয়, আরও মনোজিৎ আছে তৃণমূলে', বিস্ফোরক সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার। 

 

২ বছরের জন্য রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ, হাইকোর্টের দ্বারস্থ শান্তনু সেন। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলার আর্জি শান্তনুর। মামলা দায়েরের অনুমতি বিচারপতি অমৃতা সিন্হার, সোমবার শুনানি। 'আমাকে সিদ্ধান্ত জানানো হয়নি, সংবাদমাধ্যমে জেনেছি রেজিস্ট্রেশন বাতিল'। 'বৈঠকে ডাকা হয়, আমার জবাব বিবেচনাতেই আনা হয়নি'। '২০১৯-এ গ্লাসগো থেকে পাওয়া সাম্মানিক স্বীকৃতি বিবেচনায় আনা হয়নি'। অভিযোগ তুলে বিচারপতির দৃষ্টি আকর্ষণ শান্তনুর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যের। শান্তনু সেনের বিরুদ্ধে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে না জানিয়ে ডিগ্রি ব্যবহারের অভিযোগ। গতকালই ২ বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত রাজ্য মেডিক্যাল কাউন্সিলের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola