TMCP News: রাত পোহালেই TMCP-র প্রতিষ্ঠাদিবস, কালই কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের পরীক্ষা
ABP Ananda LIVE: কাল টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। রাত পোহালেই TMCP-র প্রতিষ্ঠাদিবস। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ভিড় জমাচ্ছেন জেলা থেকে আসা TMCP সমর্থকরা। আগামীকালই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে স্নাতকস্তরের পরীক্ষা। পরীক্ষা দেবেন ৩০ হাজার পড়ুয়া। TMCP-র প্রতিষ্ঠাদিবসে কেন পরীক্ষা? হুঁশিয়ারির সুর তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের। পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়।
প্রসূতি মৃত্যুর বৃদ্ধির হার নিয়ে চিন্তায় স্বাস্থ্য দফতর, প্রোটোকল আদৌ মানছেন চিকিৎসকরা?
প্রসূতি মৃত্যুর বৃদ্ধির হার নিয়ে চিন্তায় স্বাস্থ্য দফতর। মৃত্যুহার কমাতে কঠোর গাইডলাইন জারি স্বাস্থ্য দফতরের। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনার পরই স্যালাইন ব্যবহার নিয়ে কড়া গাইড লাইন জারি। বিশেষজ্ঞ কমিটির দেওয়া প্রোটোকল আদৌ মানছেন চিকিৎসকরা? 'মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়াও গ্রামীণ হাসপাতাল, ব্লক স্বাস্থ্য কেন্দ্রে মানতে হবে গাইড লাইন'। 'প্রতিটি জায়গায় চিকিৎসক, অ্যানেসথেসিওলজিস্ট, নার্সিং স্টাফ প্রত্যেককে মেনে চলতে হবে'। 'প্রসূতি মায়েদের সিজারের ক্ষেত্রে সঠিক মাত্রায় স্যালাইন দিতে হবে'। 'ক্রিস্টালয়েড স্যালাইন দেওয়ার সঠিক প্রটোকল না মানলে কিডনি ফেইলিওর হতে পারে, হতে পারে অ্যানিমিয়া'।