CV Ananda Bose: কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে কালো পতাকা TMCP'র, বিক্ষোভে AIDSO। ABP Ananda Live
ফের রাজ্যপালকে (CV Ananda Bose) গো ব্যাক স্লোগান। এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে (Calcutta University) ঢোকার মুখে রাজ্যপালকে কালো পতাকা। স্থায়ী উপাচার্য নিয়োগ, কেন্দ্রীয় শিক্ষানীতি বাতিল সহ একাধিক দাবিতে বিক্ষোভে টিএমসিপি (TMCP) ও এআইডিএসও (AIDSO)।