ED Chargesheet: বিভিন্ন কলেজকে NOC দিতে, ৬ থেকে ৮ লক্ষ নিতেন পার্থ, মানিক নিতেন ২ থেকে ৫ লক্ষ টাকা

Continues below advertisement

বেসরকারি B.Ed, D.El.Ed ও টিচার্স ট্রেনিং কলেজক NOC দিতে, কলেজ প্রতি ৬ থেকে ৮ লক্ষ টাকা নিতেন পার্থ চট্টোপাধ্যায়। মানিক ভট্টাচার্য নিতেন ২ থেকে ৫ লক্ষ টাকা। চাঞ্চল্যকর দাবি করা হয়েছে ED-র সাপ্লিমেন্টারি চার্জশিটে। অফলাইনে রেজিস্ট্রেশনের নামে নেওয়া লক্ষ লক্ষ টাকা জমা পড়েছিল মানিকের স্ত্রীর অ্যাকাউন্টে, দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram