Abhijit Ganguly: ওএমআর শিট বিকৃত করে চাকরি, আজকের মধ্যেই ২৮২০জনের চাকরি বাতিল | ABP Ananda LIVE

Continues below advertisement

1.ওএমআর শিট (OMR) বিকৃত করে চাকরি, আজকের মধ্যেই ২৮২০জনের চাকরি বাতিল । মূল্যায়নকারী সংস্থার সঙ্গে সার্ভারে থাকা নম্বরের মিল নেই, কোর্টে জানাল কমিশন । আজকের মধ্যেই ২৮২০জনের চাকরি বাতিল, জানিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) । আজ বেলা ১২টার মধ্যে এসএসসিকে ২৮২০জনের তালিকা-সহ হলফনামা দিতে নির্দেশ ।

2.বালিগঞ্জে (Ballygunge) ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়, এবার কয়লাপাচার ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের যোগ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ইডি জানিয়েছে, ১২ কোটি টাকা বাজার দর হলেও, দলিলে গেস্ট হাউসের দাম দেখানে হয়েছে ৩ কোটি টাকা। বাকি টাকা কোথায়? খোঁজ চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। একেবারে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ইডি দাবি করেছে, উদ্ধার হওয়া ১ কোটি ৪০ লক্ষ টাকার সঙ্গে সরাসরি কয়লা পাচারকাণ্ডের (Coal Smuggling) যোগ রয়েছে! বুধবার বালিগঞ্জের যে অফিসে তল্লাশি চালিয়ে, ইডি প্রায় দেড় কোটি টাকা বাজেয়াপ্ত করে, সেটি নির্মাণকারী সংস্থা গজরাজ গ্রুপের (Gajraj Group) ডিরেক্টর বিক্রম সাকারিয়ার (Bikram Sakaria)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram