Anubrata Mandol: গরুপাচার মামলায় আজ অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মলয় পিটকে জিজ্ঞাসাবাদ করল CBI। Bangla News
গরুপাচার মামলায় আজ অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মলয় পিটকে জিজ্ঞাসাবাদ করল CBI। প্রশ্নের মুখে পড়েছেন তাঁর হিসাবরক্ষকও। CBI সূত্রে খবর, মলয় পিট যে তথ্য ও নথি দিয়েছেন, তাতে সন্তুষ্ট হতে পারেননি কেন্দ্রীয় গোয়েন্দারা।
Tags :
Bangla News Bangla News Live Anubrata Mandal Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Cbi Tmc ABP Ananda Bengali News Cow Smuggling Case Malay Pitt