Ananda Sakal iv: আজ মহানবমী। হোমাগ্নিতে দেবীর স্তুতি। কোথাও হোম, কোথাও ফল বলি। Bangla News
Continues below advertisement
আজ মহানবমী। হোমাগ্নিতে দেবীর স্তুতি। কোথাও হোম, কোথাও ফল বলি। পুজো শুরুর সময় যেমন সঙ্কল্প, তেমনই পুজো শেষের প্রক্রিয়া দক্ষিণান্ত। নানা উপাচারে দেবীর আরাধনা। নবমীতেও কুমারী পুজো হয়। এরই মাঝে বাঙালির প্রাণের উত্সবে বিষাদের সুর। কাতর প্রার্থনা, না পোহায় যেন নবমী নিশি৷ করোনা-উদ্বেগকে পিছনে ফেলে এবার মণ্ডপে মণ্ডপে ভিড় করেছে মানুষ। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে চলেছে দল বেঁধে ঠাকুর দেখা। এরই মাঝে প্রতিবারের মতো মাকে আরও কিছুদিন রেখে দেওয়ার বাসনা নিয়েই বিসর্জনের প্রহর গোনা শুরু।
Continues below advertisement
Tags :
Durga Puja Bangla Khabar Bangla News Bangla News Live Khobor Bangla Live News Bangla Bengali News Ajker Khobor Bengali News Live Ajker Bangla Khabar Khabar Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News