Independence Day: আজ ৭৮তম স্বাধীনতা দিবস। দিল্লির লালকেল্লায় সমারোহের আয়োজন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আজ ৭৮তম স্বাধীনতা দিবস। দিল্লির লালকেল্লায় সমারোহের আয়োজন। একে একে এসে পৌঁছচ্ছেন নেতা-মন্ত্রীরা। লালকেল্লায় পৌঁছলেন রাহুল গাঁধীও।
বিকশিত ভারত ২০৪৭ শুধুমাত্র ভাষণ নয়। এর সঙ্গে জড়িয়ে প্রতিশ্রুতি, প্রচেষ্টা। আমাদের কাছে দেশ, দেশপ্রেম সবার আগে। আমরা রাজনীতি করি না। নাগরিকদের মতামত অনুযায়ীই সংশোধনের কাজে হাত দিয়েছি আমরা। নবীন-প্রবীণ, শহুরে-গ্রামীণ, কৃষক-দলিত, দেশের প্রত্যেক নাগরিকের জীবনের মানোন্নয়ন আমাদের লক্ষ্য: মোদি।
প্রাকৃতিক বিপর্যয় গত কয়েক বছরে উদ্বেগ বাড়িয়েছে আমাদের। বহু মানুষ পরিবার, সম্পত্তি হারিয়েছেন। দেশের প্রভূত ক্ষতি হয়েছে। প্রত্য়েককে সমবেদনা জানাই। এই সঙ্কটের সময় গোটা দেশ আপনাদের পাশে আছে: মোদি।
আজ স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার্ঘ জানানোর দিন। দেশের জন্য যাঁরা আত্মত্যাগ করেছেন, দেশ তাঁদের কাছে ঋণী, লালকেল্লা থেকে বললেন মোদি।
আজ ৭৮তম স্বাধীনতা দিবস। দিল্লির লালকেল্লায় সমারোহের আয়োজন। একে একে এসে পৌঁছচ্ছেন নেতা-মন্ত্রীরা। লালকেল্লায় পৌঁছলেন রাহুল গাঁধীও।