Ration Scam: রেশন বণ্টন দুর্নীতি মামলায় ED-র তল্লাশি অভিযানের আজ তৃতীয় দিন
ABP Ananda LIVE: রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডি-র তল্লাশি অভিযানের আজ তৃতীয় দিন। মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের বাড়িতে তিনদিন ধরে টানা তল্লাশি। তিনদিনের তল্লাশিতে উদ্ধার প্রচুর গুরুত্বপূর্ণ নথি, খবর ইডি সূত্রের। দু'দিন ধরে বাকিবুরের শ্যালকের বাড়িতেও তল্লাশি ইডি-র। নদিয়ার তিনটি চালকলেও তল্লাশি অভিযান ইডি-র। তল্লাশিতে লুকিয়ে রাখা বেশ কিছু মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে, দাবি ইডি-র।