Narendra Modi: 'বাংলার উন্নয়নের জন্য ৭ হাজার কোটির বেশি টাকার প্রকল্পের উদ্বোধন হয়েছে', বললেন মোদি

Continues below advertisement

West Ben,gal News: 'আজ পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য ৭ হাজার কোটির বেশি টাকার প্রকল্পের উদ্বোধন হয়েছে', ' আমরা চাইছি এই রাজ্যে রেলের আধুনিকীকরণ করতে', 'এর ফলে রেল পরিবহণ আরও উন্নত হবে', 'দেশে উন্নয়নে গতি আনাই আমাদের লক্ষ্য''শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের সঙ্গে আরও তিনটি প্রকল্পের উদ্বোধন হবে', 'হলদিয়া থেকে বরৌলি ৫০০ কিমি-র বেশি  অপরিশোধিত তেলের লাইন তৈরি হয়েছে','প, শ্চিম মেদিনীপুরে এলপিজি বটলি প্ল্যান্ট হবে ', ' ভারত সরকার এবছর এই রাজ্যে রেলের বিকাশের জন্য ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে','গত ১০ বছর ধরে বাংলায় বহু রেল প্রকল্পের কাজ এগোয়নি', আরামবাগের সভা থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram