21 July Programme: তৃণমূলের ২১ জুলাই সমাবেশের আগেই বৃষ্টি শুরু, আজ দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস
ABP Ananda LIVE: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, সুন্দরবনে ফের দুর্যোগের ভ্রুকুটি। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কটালের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় জলোচ্ছ্বাসেরও সম্ভাবনা থাকছে। মাইকে সতর্কবার্তা প্রচার করছে পুলিশ। সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার তরফে ফেরিঘাট ও জনবহুল এলাকায় চলছে প্রচার। মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। বেহাল নদী ও সমুদ্রবাঁধের কাছাকাছি বাসিন্দাদের নিরাপদ জায়গায় চলে যেতে বলা হচ্ছে। অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায়। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে।
২১ জুলাই উপলক্ষে ইতিমধ্য়েই বিভিন্ন জেলা থেকে কলকাতায় (kolkata)এসে পৌঁছেছেন তৃণমূলের নেতা-কর্মীরা(tmc leaders)। বিভিন্ন জেলা থেকে বাসে-ট্রেনে করে আরও কর্মী-সমর্থকরা আসছেন শহরে। নেতাজি ইনডোর, গীতাঞ্জলি স্টেডিয়াম(Gitanjali Stadium), সেন্ট্রাল পার্ক(central park), ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ, বিভিন্ন জায়গায় তাঁদের থাকার ব্য়বস্থা করা হয়েছে। সমাবেশের মূল মিছিলগুলির পথও সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। লালবাজার সূত্রে খবর, হাওড়া স্টেশন থেকে যে মিছিল আসবে, তা হাওড়া ব্রিজ - ব্রেবোর্ন রোড -- নিউ CIT রোড -- সেন্ট্রাল অ্যাভিনিউ -- চাঁদনি চক --- এসএন ব্য়ানার্জি রোড হয়ে পৌঁছবে সভাস্থলে। শ্য়ামবাজার থেকে আসা মিছিল সেন্ট্রাল অ্য়াভিনিউ, চাঁদনি চক, এসএন ব্য়ানার্জি রোড হয়ে যাবে ধর্মতলায়(dharmatala)। দক্ষিণ কলকাতার মিছিল আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে ধর্মতলার সভাস্থলে পৌঁছবে। শিয়ালদা থেকে আসা মিছিল এপিসি রোড, মৌলালি(Moulali), এসএন ব্য়ানার্জি রোড (S N Banerjee Road)হয়ে যাবে ধর্মতলায়। এই মিছিলগুলির জন্য আমহার্স্ট্র স্ট্রিট, বিধান সরণী, কলেজ স্ট্রিট, ব্রেবোর্ন রোড, স্ট্র্য়ান্ড রোড সহ বেশ কিছু রাস্তায় যান চলাচল একমুখী করে দেওয়া হবে।