Amrit Bharat Express: মালদা স্টেশন থেকে চালু হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। ABP Ananda Live
Indian Railways: আগামীকাল মালদা (Malda) স্টেশন থেকে যাত্রা শুরু করছে অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express)। বিয়াল্লিশ ঘন্টায় বেঙ্গালুরু পৌঁছাবে এই ট্রেন। ২২ কামরার এই ট্রেনে থাকছে নানা ব্যবস্থা। ট্রেনে সাধারণ কামরা থাকছে আটটি। এর ফলে উত্তর-পূর্ব ভারতের মানুষের সুবিধা হবে। ABP Ananda Live