Top News : পুজোর শেষ লগ্নে বৃষ্টির ভ্রুকুটি ! খারাপ খাবারের মানে ব্যবস্থা। ABP Ananda Live
Continues below advertisement
সিবিআই, ইডি বা আয়কর - তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থাই নেয় না কেন্দ্রীয় এজেন্সিগুলি। মুলুগুতে নির্বাচনী সভায় বিআরএস-বিজেপি আঁতাঁতের অভিযোগ রাহুল গান্ধীর। তাঁর দাবি, তেলঙ্গানার ভোটে বিআরএস-কে মদত দিচ্ছে বিজেপি। রাহুলের অভিযোগ ভিত্তিহীন। পাল্টা দাবি গেরুয়া ব্রিগেডের।
পুজোর ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে কোনও রেস্তোরাঁ বা রাস্তার দোকানে খারাপ খাবার দিলে অভিয়োগ জানানো যাবে কলকাতা পুরসভায়। অভিয়োগ খতিয়ে দেখে নেওয়া হবে ব্যবস্থা। আশ্বাস ডেপুটি মেয়র অতীন ঘোষের।
পুজোর শেষ লগ্নে বৃষ্টির ভ্রুকুটি! নবমী-দশমীতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। অষ্টমী পর্যন্ত কলকাতায় থাকবে ঝকঝকে আকাশ। পূর্বাভাস আবহাওয়া দফতরের।
Continues below advertisement