Morning Headlines: সংসদে ক্যাশ ফর কোয়েশ্চেনকাণ্ডে তীব্র আক্রমণ মহুয়া মৈত্রের | ABP Ananda Live

Continues below advertisement

Mahua Moitra : সংসদে ক্যাশ ফর কোয়েশ্চেনকাণ্ডে তীব্র আক্রমণ মহুয়া মৈত্রের

Mahua Moitra : এথিক্স কমিটি সাংসদ পদ খারিজ করার ক্ষমতা নেই। সাসপেন্ডের সুপারিশ করতে পারে। বৃহস্পতিবার এথিক্স কমিটিতে হাজিরা দেব, অভিযোগ দুরমুশ করব। হুঙ্কার তৃণমূল সাংসদের।

Loksabha Election 2024:  লোকসভা ভোটের আগে বিরোধীদের ওপর কি নজরদারি মোদি সরকারের ? আড়ি পাতার অভিযোগ মোবাইল ও ইমেলে। অ্যাপলের সতর্কবার্তাকে হাতিয়ার করে বিস্ফোরক বিরোধীরা।
বিরোধীদের ওপর নজরদারি ?

Mahua Moitra :  এবার কেন্দ্রের বিরুদ্ধে ফোন ও ইমেল হ্যাকের চেষ্টা করার অভিযোগ মহুয়া মৈত্রের। এখনকার পরিস্থিতি জরুরি অবস্থার থেকেও খারাপ বলে আক্রমণ।

Ration Scam:  রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুরকে কতদিন চেনেন ? এত সুবিধা পেলেন কী করে বাকিবুর ? হেফাজতে পাওয়ার পর জ্যোতিপ্রিয়র থেকে তথ্য পেতে জেরা ইডির।

Ration Scam: রেশন বণ্টন দুর্নীতি মামলায় আজ কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষা। মন্ত্রী ঘনিষ্ঠ অভিজিতকে জিজ্ঞাসাবাদ ইডির। আজ ফের তলব মন্ত্রীর আপ্ত সহায়ককে। 

Municipalty Recruitment Scam:  পুর নিয়োগ দুর্নীতির তদন্তেও তৎপরতা। ফের আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ ইডির। দক্ষিণ দমদমের প্রাক্তন পুরপ্রধান পাচু রায়কেও জিজ্ঞাসাবাদ।

Arvid Kejriwal:  আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব ইডির। গ্রেফতারির আশঙ্কায় মোদিকে নিশানা আপের। কেউ আইনের ঊর্ধ্বে নয়, পাল্টা বিজেপি।


Suvendu Adhikari : সিংগুর থেকে টাটাকে তাড়ানোর ক্ষতিপূরণ তৃণমূলের ফান্ড থেকে দেওয়া হোক, মানুষের করের টাকা দিলে বৃহত্তর আন্দোলন, হুঁশিয়ারি শুভেনদুর। সিপিমের দায় তৃণমূল নেবে না, পাল্টা কুণাল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram