Birbhum: মিথ্য়ে মামলায় জেল খাটিয়েছিলেন অনুব্রত, প্রতিবাদ স্বরূপ টোটোর পিছনে অনুব্রতর কার্টুন পোস্টার
Birbhum: একসময় তাঁকে মিথ্য়ে মামলায় জেল খাটিয়েছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal )। বীরভূমের (Birbhum) তৃণমূল সভাপতির বিরুদ্ধে এমনই অভিযোগ, বোলপুুরের (Bolpur) এক টোটো চালকের। বর্তমানে, সেই অনুব্রতই গরুপাচারকাণ্ডে জেলে। তাই প্রতিবাদ স্বরূপ অনুব্রতর কার্টুন পোস্টার নিজের টোটোর পিছনে সেঁটেছেন টোটোচালক।