Train Fire: প্রাইভেট পার্টির জন্য কামরা ভাড়া করে সিলিন্ডার নিয়ে সফর! এক্সপ্রেসে ভয়াবহ আগুন

সাতসকালে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনে লখনউ-রামেশ্বরম ভারত গৌরব ট্যুরিস্ট এক্সপ্রেসে ভয়াবহ আগুন। ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম হয়েছেন আরও ২৫ জন। সাদার্ন রেলওয়ের তরফে জানানো হয়েছে, প্রাইভেট পার্টির জন্য লখনউ থেকে একটি কামরা ভাড়া নিয়েছিলেন পর্যটকরা। মাদুরাই স্টেশনের রেল ইয়ার্ডে দাঁড়িয়ে থাকাকালীন এদিন ভোর সোয়া ৫টা নাগাদ ওই কামরায় আগুন লেগে যায়। রেলের দাবি, বেআইনিভাবে এলপিজি সিলিন্ডার নিয়ে সফর করছিলেন যাত্রীরা। সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola