Chingrighata Flyover: চিংড়িঘাটা উড়ালপুলে ধস, বড়সড় ধস নামার আশঙ্কায় যান চলাচল করছে ধীরগতিতে। ABP Ananda Live
সল্টলেকের সুকান্তনগরে চিংড়িঘাটা উড়ালপুলে ধস। আজ সকালে উড়ালপুল থেকে নামার মুখে সেক্টর ফাইভগামী রাস্তায় বড় বড় গর্ত দেখতে পান গাড়ি চালকরা। ব
বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর কাজেড়সড় ধস নামার আশঙ্কায় চিংড়িঘাটা উড়ালপুলে ধীরগতিতে যান চলাচল করছে। র জন্যই এই বিপত্তি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।