Indian Railway: নলপুর স্টেশনে দুর্ঘটনার জের, বন্ধ ট্রেন চলাচল। দুর্ভোগে নিত্যযাত্রীরা

Train Accident: ফের লাইনচ্য়ুত এক্সপ্রেস। দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনের কাছে লাইনচ্য়ুত হল ডাউন শালিমার সেকন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেসে। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ শালিমাার স্টেশনের দিকে যাওয়ার সময় ঘটে এই ঘটনা। সূত্রের খবর, এক নম্বর লাইন থেকে যাওয়ার কথা থাকলেও এক্সপ্রেসটি কোনভাবে দু'নম্বর লাইনে চলে আসে। লাইনচ্য়ুত হয় এক্সপ্রেসের পাঁচটি বগি। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঘটনার জেরে ট্রেন চলাচল ব্য়হত হয়েছে হাওড়ার দক্ষিণ পূর্ব শাখায়। তদন্ত শুরু করেছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ। গ্রুপ ডি ঐক্য মঞ্চকে নবান্ন বাস স্ট্যান্ডের পরিবর্তে মন্দিরতলা বাস স্ট্যান্ডে বসার নির্দেশ । ১১ থেকে ১৩ নভেম্বর মন্দিরতলায় মঞ্চ গড়ার বিকল্প জায়গা দিল হাইকোর্ট । ধর্না থেকে ৫ জন স্মারকলিপি নিয়ে মুখ্যসচিবের কাছে যেতে পারবেন বলেও নির্দেশ বিচারপতির। শহরের কোন কোন জায়গায় ধর্নায় বসা যাবে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিক সরকার, পরামর্শ আদালতের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola