Train Cancel News: মশাগ্রামে অটো ইন্টারলকিং সিগন্যালিং সিস্টেমের কাজ, বাতিল কোন কোন ট্রেন ? | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: ১৪-১৭ নভেম্বর মশাগ্রামে অটো ইন্টারলকিং সিগন্যালিং সিস্টেমের কাজ হবে। সেজন্য দূরপাল্লা, মেমু মিলিয়ে বাতিল করা হবে ৮ জোড়া ট্রেন। এগুলি হল কবিগুরু এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, রামপুরহাট সুপার ফাস্ট এক্সপ্রেস, আসানসোল-সিউড়ি ইন্টারসিটি, গণদেবতা এক্সপ্রেস ও শিয়ালদা সিউড়ি মেমু। এছাড়াও ঘুরপথে চালানো হবে একাধিক দূরপাল্লার ট্রেন। অটো ইন্টারলকিংয়ের কাজ শেষ হলে রেলপথে হাওড়া থেকে বাঁকুড়া স্টেশনের মধ্যে দূরত্ব ২৩০ কিলোমিটার থেকে কমে হবে ১৮৫ কিলোমিটার। অন্যদিকে, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে পুজোর দিনগুলিতে হাওড়া-ব্যান্ডেল শাখায় অতিরিক্ত ৮ জোড়া লোকাল ট্রেন চালাবে রেল।

আরও খবর..

কটূক্তি ও অশালীন আচরণের প্রতিবাদ করায় ক্যানিংয়ে একই পরিবারের দুই মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। গতকাল রাতে ক্যানিংয়ের কৃ্ষ্ণকালী কলোনিতে এই ঘটনা ঘটে।মহিলাদের দাবি, তাঁরা ওষুধ কিনতে যাচ্ছিলেন। সেই সময় রাস্তা আটকে আড্ডা মারছিল ৩ যুবক। সরে যেতে বলায় এক যুবক মহিলাদের মুখে মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে আলো ফেলে, শুরু হয় কটূক্তি। প্রতিবাদ করায় লাঠি নিয়ে মহিলাদের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে আরেক যুবক। আক্রান্তদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। ক্যানিং থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। 

এই আন্দোলন আর শুনানির কোনও ভবিষ্যত নেই, মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। শুনানি পিছোনর সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, এর পিছনে রাজনীতি নেই, মন্তব্য কুণাল ঘোষের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram