Farakka Train Accident:ফরাক্কার বল্লারপুর স্টেশনের কাছে ট্রাকে ধাক্কা ট্রেনের।ABP Ananda LIVE
ফরাক্কার বল্লারপুর স্টেশনের কাছে ট্রাকে ধাক্কা ট্রেনের। রবিবার রাত ১টা নাগাদ মালদার দিকে যাচ্ছিল একটি বালি বোঝাই ট্রাক। বল্লালপুর ওভারব্রিজে ওঠার বদলে রেললাইনে নেমে যায় ট্রাকটি। এরপরই ট্র্যাকে আটকে পড়ে সেটি। সেই সময় ওই ট্র্যাক দিয়ে যাচ্ছিল আপ রাধিকাপুর এক্সপ্রেস।ট্র্যাকটিকে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা ট্রেনটি। হতাহতের কোনও খবর নেই।