Train Cancel : কুড়মিদের আন্দোলনে জেরে রবিতেও বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল, সোমে কী হবে?
Continues below advertisement
গত পাঁচদিনে বাতিল হয়েছে ৪৯৬টি দূরপাল্লার ট্রেন, জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। রবিবারও বাতিল করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন শ্( Train Cancel ) । কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কুড়মি আন্দোলনের ( Kurmi Protest ) জেরে বিপর্যন্ত রেল পরিষেবা। চরমে উঠেছে হাজার হাজার যাত্রীর দুর্ভোগ।
Continues below advertisement