Train Stopped : সাঁইথিয়া-অন্ডাল শাখার কচুজোড় স্টেশনে রেল অবরোধ স্থানীয়দের, আটকে একাধিক ট্রেন
নবনির্মিত আন্ডারপাসে জল জমার সমস্যা। প্রতিবাদে সাঁইথিয়া-অন্ডাল শাখার কচুজোড় স্টেশনে রেল অবরোধ স্থানীয়দের। অবরোধের জেরে আটকে পড়েছে অন্ডাল থেকে রামপুরহাটগামী লোকাল। সকাল ৬টা ৪০-এ থেকে অবরোধ শুরু হয়। রেললাইনের ওপর বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, সম্প্রতি রেলের তরফে যে আন্ডারপাস তৈরি করা হয়েছে, একটু বৃষ্টি হলেই সেখানে জল জমে যাচ্ছে। এই আন্ডারপাস দিয়ে প্রায় ৫০টি গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন বলে দাবি। অবিলম্বে বন্ধ রেল গেট খুলে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। রেল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Tags :
Train ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews WestBengal TrainStopped