North 24 Parganas: মিনাখাঁয় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষ

Continues below advertisement

উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও ISF-এর মধ্যে সংঘর্ষ বাধে। মারামারিতে আহত হয়েছেন দু’পক্ষের ৫ জন। মাথা ফাটল ২ ISF কর্মীর। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে মিনাখাঁ থানায় অভিযোগ দায়ের করেছে। গতকাল মিনাখাঁর কুমারজল গ্রাম পঞ্চায়েত এলাকায় পতাকা লাগাচ্ছিলেন ISF কর্মীরা। অভিযোগ, তাঁদের বাধা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও ISF কর্মীদের মধ্যে হাতাহাতি বেধে যায়। বাঁশ-লোহার রডের বাড়ি মেরে ২ ISF কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। হামলা-যোগ অস্বীকার করে উল্টে তারাই আক্রান্ত বলে পাল্টা দাবি করেছে তৃণমূল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram