Duttapukur Incident : দত্তপুকুরের বেআইনি বাজির কারবারে ফের তৃণমূল-যোগ ? | ABP Ananda LIVE
দত্তপুকুরের মোচপোলের পাশেই কাঠুরিয়া গ্রাম। সেখানে গ্যারাজ ভাড়া নেওয়ার নামে বাজি মজুত করা শুরু করেন স্থানীয় তৃণমূল নেতা আলতাফ, এমনই দাবি বাড়ি মালিকের। অভিযোগ, বিস্ফোরণের পর থেকেই আলতাফ বেপাত্তা। ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। এদিকে, গুদামভর্তি নিষিদ্ধ শব্দবাজি। বিস্ফোরণের আশঙ্কায় ঘুম উড়েছে বাড়ি মালিক ও কাঠুরিয়া গ্রামের বাসিন্দাদের।