Malda: তৃণমূলকে চোর বললে বাটন চলবে, মালদার কালিয়াচকের সভা থেকে কংগ্রেসকে হুমকি তৃণমূলের জেলা সভাপতির
Malda: তৃণমূলকে (TMC) চোর বললে বাটন চলবে। মালদার কালিয়াচকের (Malda) সভা থেকে কংগ্রেসকে (Congress) হুমকি দিলেন তৃণমূলের জেলা সভাপতি। দলত্যাগী তৃণমূল কর্মীদের সামাজিক বয়কটেরও ডাক দিলেন শাসক নেতা। পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে ভয় দেখানোর চেষ্টা করছেন, পাল্টা আক্রমণ শানিয়েছে বিরোধীরা।