Jadavpur University: যাদবপুরকাণ্ড নিয়ে হাইকোর্টে মামলা তৃণমূলের | ABP Ananda LIVE

Calcutta High Court: যাদবপুরকাণ্ড নিয়ে হাইকোর্টে মামলা তৃণমূলের। 'গতকালের নবাগতই আগামীকালের দাদা হয়ে যাচ্ছে'। 'নবাগতরা যে পরিস্থিতির শিকার হচ্ছেন, পরে সেটাই অন্যদের উপর প্রয়োগ হচ্ছে'। 'দশকের পর দশক ধরে এটাই চলছে, বিশ্ববিদ্যালয় কিছুই করেনি'। 'ছাত্রমৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় বা ছাত্ররা কেউ এফআইআর দায়ের করেনি'। 'পুলিশকে হস্টেলে ঢুকতে দেওয়া হল না'। 'এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন এত উচ্ছৃঙ্খল? কেন এত হিংস্র?' 'কেন কোনও উপাচার্যকে কাজ করতে দেওয়া হয় না?' তৃণমূলের তরফে হাইকোর্টে সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 'হস্টেলে থাকার কী নিয়ম, বহিরাগতদের ক্ষেত্রে কী নিয়ম জানতে হবে'। এই মামলায় ছাত্রদের বক্তব্যও শোনার প্রয়োজন, মন্তব্য প্রধান বিচারপতির। 'আইনে বিশ্ববিদ্যালয়ের হাতে অনেক ক্ষমতা, আপনারা প্রয়োগ করতে না পারলে আমাদের ভাবতে হবে'। 'আপনারা যদি অন্য কারণে বিখ্যাত হয়ে যান, তাতে সাধারণ মানুষের অসুবিধা হয়, সেটা সমস্যার'। 'সাধারণ মানুষের অসুবিধা হলে কি হস্টেল বন্ধ করে দেওয়া যায় না?' 'কোভিডের সময় হস্টেল খালি করা গেলে এখনও করা যেতে পারে'। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্দেশে মন্তব্য প্রধান বিচারপতির

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola