Suvendu Adhikari: 'EVM খাওয়ার প্র্যাকটিস করছে তৃণমূল, ভোট লুঠ নিয়ে আক্রমণে শুভেন্দু
Suvendu Adhikari: 'এবার ইভিএম খাওয়ার প্র্যাকটিস করছে তৃণমূল। কয়লা, বালি, ব্যালটের পর এবার ইভিএম খাওয়ার প্র্যাকটিস', নন্দীগ্রামের সভা থেকে ভোট লুঠ নিয়ে আক্রমণে শুভেন্দু অধিকারী।একাধিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে পাল্টা আক্রমণে তৃণমূল।