Panchayat Election: ডোমকলে পিস্তল-সহ গ্রেফতার তৃণমূল নেতা বাসির মোল্লাকে আজও হেফাজতে চাইল না পুলিশ

Panchayat Election: ডোমকলে (Domkol) পিস্তল-সহ গ্রেফতার তৃণমূল নেতা (TMC Leader) বাসির মোল্লাকে আজও হেফাজতে চাইল না পুলিশ। ধৃতকে ফের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। সেই ডোমকলেই অশান্তির ঘটনায় ধৃত বাম ও কংগ্রেসের ১৮ জন কর্মীর বিরুদ্ধে গুরুতর ধারায় মামলাই শুধু নয়, জামিন-আর্জির বিরোধিতাও করেন সরকারি আইনজীবী। কিন্তু, তৃণমূল নেতার বেলায় কেন সরকারপক্ষ নীরব? অভিযুক্ত শাসকদলের বলেই কি নমনীয় অবস্থান? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola