South 24 Parganas: জয়নগরে বাড়ির কাছেই তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন। ABP Ananda Live
Continues below advertisement
দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে বাড়ির কাছেই তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন। মৃত সইফুদ্দিন লস্কর ছিলেন তৃণমূলের বামনগাছি অঞ্চলের সভাপতি। তাঁর স্ত্রী বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। স্থানীয় সূত্রে খবর, আজ ভোর পৌনে ৫টা নাগাদ নমাজ পাঠের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তৃণমূল নেতা। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৪-৫ জন দুষকৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল অঞ্চল সভাপতির। খুনের কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃত তৃণমূল নেতার বাবার দাবি, সিপিএম ও বিরোধীরাই খুনের জন্য দায়ী। বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক বিভাস সর্দার অবশ্য দুষকৃতীদের দিকেই আঙুল তুলেছেন। খুনের কারণ খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ।
Continues below advertisement
Tags :
Bangla News Joynagar Shoot Out ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel