Joynagar: তৃণমূল নেতা খুনে কে দিয়েছিল সুপারি? তা নিয়ে এখনও রহস্য | ABP Ananda LIVE

Continues below advertisement

দেড়দিন পার, জয়নগরে তৃণমূল নেতা খুনে এখনও অধরা ৩ দুষকৃতী। পুলিশ সূত্রে দাবি, রেকি করে খুন করা হয়েছে তৃণমূল নেতাকে। কিন্তু কে দিয়েছিল সুপারি? তা নিয়ে এখনও রহস্য। এরই মধ্যে যে দুটি বাইকে চেপে এসেছিল, সেই দুটি বাইককে বাজেয়াপ্ত করেছে পুলিশ, যার একটিতে নম্বর প্লেট থাকলেও, অপরটিতে নেই। তাহলে কার এই বাইক? উত্তরের খোঁজে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram