Mahua Moitra:'ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন' কাণ্ডে আরও বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র?। ABP Ananda Live
'ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন' কাণ্ডে আরও বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র? বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগ লোকসভার এথিক্স কমিটিতে পাঠালেন স্পিকার ওম বিড়লা। 'শিল্পপতি দর্শন হিরানন্দানির সঙ্গে ষড়যন্ত্র করে গৌতম আদানি ও তাঁর সংস্থাকে নিয়ে লোকসভায় প্রশ্ন মহুয়া মৈত্রর'। অভিযোগ তুলে লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে মহুয়াকে সাসপেন্ড করার দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। যে সব বিজেপি সাংসদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ, তাঁদের বিরুদ্ধেও তদন্ত হোক। যে কোনও ধরনের তদন্তকে স্বাগত জানিয়ে আগেই সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন মহুয়া মৈত্র
Tags :
TMC MP Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News /West Bengal ABP Ananda Youtube Channel