Kaliachak : নিম্নমানের কাজের প্রতিবাদ করায়, ঠিকাদারের হুমকির মুখে খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্য
Malda: নিম্নমানের কাজের প্রতিবাদ করায়, ঠিকাদারের (contractor) হুমকির মুখে খোদ তৃণমূল (TMC) পঞ্চায়েত সদস্য। এমনই অভিযোগ উঠল মালদার (Malda) কালিয়াচকের জালালপুর গ্রাম পঞ্চায়েতে। কাটমানি (Cut Money) নিয়ে গন্ডগোল, কটাক্ষ করেছে বিজেপি (BJP)। দুর্নীতি হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব। বিডিও-কে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন জেলাশাসক।