Tmc Meeting: আজ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা, সুবিশাল মিছিল করে ব্রিগেডের দিকে যাচ্ছে সমর্থকরা | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP AnanDA live: আজ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। আজই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। এই প্রথম তৃণমূলের ব্রিগেডে থাকছে র্যাম্প। মূল মঞ্চের পাশে রয়েছে আরও ২টি মঞ্চ। মূল মঞ্চের সঙ্গে তৈরি হয়েছে ৩২০ ফুট লম্বা র্যাম্প। এর ডান ও বাঁ দিকে আরও দু-টি ছোট র্যাম্প থাকছে। বক্তব্য রাখার সময় হাঁটতে হাঁটতে ভিড়ের মাঝে চলে যেতে পারবেন নেতা-নেত্রীরা। মূল মঞ্চের ব্যাকগ্রাউন্ডে রয়েছে LED স্ক্রিন।
Continues below advertisement
Tags :
Tmc Rally KOLKATA /West Bengal Janagarjan Sabha Brigade Ground Brigade Tmc Rally Tmc Brigade Rally